Ulkaa Logo
Ulkaa Islam

Surah Al-Waqi'a

Read Surah Al-Waqi'a online!

Information

Name Al-Waqi'a
Meaning The Event
Serial 56
Para 27
Ruku 3
Ayat 96

Surah Al-Waqi'a

# Ayat
56:1
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ
যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
56:2
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
যার বাস্তবতায় কোন সংশয় নেই।
56:3
خَافِضَةٌ رَافِعَةٌ
এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
56:4
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
56:5
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا
এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
56:6
فَكَانَتْ هَبَاءً مُنْبَثًّا
অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
56:7
وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
56:8
فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
56:9
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
56:10
وَالسَّابِقُونَ السَّابِقُونَ
অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
56:11
أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ
তারাই নৈকট্যশীল,
56:12
فِي جَنَّاتِ النَّعِيمِ
অবদানের উদ্যানসমূহে,
56:13
ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ
তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
56:14
وَقَلِيلٌ مِنَ الْآخِرِينَ
এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
56:15
عَلَىٰ سُرُرٍ مَوْضُونَةٍ
স্বর্ণ খচিত সিংহাসন।
56:16
مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
56:17
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ
তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
56:18
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِينٍ
পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
56:19
لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنْزِفُونَ
যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
56:20
وَفَاكِهَةٍ مِمَّا يَتَخَيَّرُونَ
আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
56:21
وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ
এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
56:22
وَحُورٌ عِينٌ
তথায় থাকবে আনতনয়না হুরগণ,
56:23
كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ
আবরণে রক্ষিত মোতির ন্যায়,
56:24
جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
56:25
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
56:26
إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
কিন্তু শুনবে সালাম আর সালাম।
56:27
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ
যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
56:28
فِي سِدْرٍ مَخْضُودٍ
তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
56:29
وَطَلْحٍ مَنْضُودٍ
এবং কাঁদি কাঁদি কলায়,
56:30
وَظِلٍّ مَمْدُودٍ
এবং দীর্ঘ ছায়ায়।