Ulkaa Logo
Ulkaa Islam

Surah Abasa

Read Surah Abasa online!

Information

Name Abasa
Meaning He frowned
Serial 80
Para 30
Ruku 1
Ayat 42

Surah Abasa

# Ayat
80:31
وَفَاكِهَةً وَأَبًّا
ফল এবং ঘাস
80:32
مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ
তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
80:33
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ
অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,
80:34
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ
সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
80:35
وَأُمِّهِ وَأَبِيهِ
তার মাতা, তার পিতা,
80:36
وَصَاحِبَتِهِ وَبَنِيهِ
তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
80:37
لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
80:38
وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ
অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
80:39
ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ
সহাস্য ও প্রফুল্ল।
80:40
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
80:41
تَرْهَقُهَا قَتَرَةٌ
তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
80:42
أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
তারাই কাফের পাপিষ্ঠের দল।