Information
Name | As-Saffat |
Meaning | Those Arranged in Ra |
Serial | 37 |
Para | 23 |
Ruku | 5 |
Ayat | 182 |
Surah As-Saffat
# | Ayat |
---|---|
37:121
|
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ |
এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। | |
37:122
|
إِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ |
তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম। | |
37:123
|
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ |
নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল। | |
37:124
|
إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ |
যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ? | |
37:125
|
أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ |
তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে। | |
37:126
|
اللَّهَ رَبَّكُمْ وَرَبَّ آبَائِكُمُ الْأَوَّلِينَ |
যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা? | |
37:127
|
فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ |
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে। | |
37:128
|
إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ |
কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়। | |
37:129
|
وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ |
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে, | |
37:130
|
سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ |
ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক! | |
37:131
|
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ |
এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। | |
37:132
|
إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ |
সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত। | |
37:133
|
وَإِنَّ لُوطًا لَمِنَ الْمُرْسَلِينَ |
নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন। | |
37:134
|
إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ |
যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম; | |
37:135
|
إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ |
কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল। | |
37:136
|
ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ |
অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম। | |
37:137
|
وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِمْ مُصْبِحِينَ |
তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায় | |
37:138
|
وَبِاللَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ |
এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না? | |
37:139
|
وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ |
আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন। | |
37:140
|
إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ |
যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন। | |
37:141
|
فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ |
অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন। | |
37:142
|
فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ |
অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন। | |
37:143
|
فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ |
যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন, | |
37:144
|
لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ |
তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত। | |
37:145
|
فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ |
অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। | |
37:146
|
وَأَنْبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِنْ يَقْطِينٍ |
আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম। | |
37:147
|
وَأَرْسَلْنَاهُ إِلَىٰ مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ |
এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। | |
37:148
|
فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ |
তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম। | |
37:149
|
فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ |
এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান। | |
37:150
|
أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ |
না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি? | |